আজকের তারিখ : জুলাই ১৮, ২০২৫, ৭:৪০ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ৮:৫৬ পি.এম
খোকসায় শিক্ষাপদক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চকহরিপুর সর: প্রা: বি:

কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইউনিয়ন পর্যায়ে ৫৪টি ইভেন্টের মধ্যে চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪১টিতে প্রথম ৫টিতে দ্বিতীয় ১টি তৃতীয় স্থান অধিকার করে ইউনিয়ন পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
অপরদিকে উপজেলা পর্যায়ে ১৬টিতে প্রথম এবং ৮টিতে দ্বিতীয় স্থান ও ১ টিতে তৃতীয় স্থান অধিকার করে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই বিজয়ের জন্য স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ সাইদুল ইসলাম প্রবীন।
তিনি আরো বলেন আগামীতে এই ধারা অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha