আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ২:৪৩ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ৮:২৭ পি.এম
খোকসা সরকারি কলেজ বসন্ত বরণ ও পিঠা উৎসব আনন্দ উৎসবে পরিণত

"ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত" কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজে উৎযাপিত হয়েছে বসন্ত বরণ, পিঠা উৎসব, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৪ই ফেব্রুয়ারি দুপুরে খোকসা সরকারি কলেজ মাঠে বসন্ত বরণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সরওয়ার মূর্শেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার ডক্টর মোহা: আবদুল লতিফ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মোছাঃ মাহবুবা বেগম।
খোকসা সরকারি কলেজের ইতিহাসে এই প্রথম একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বসন্ত বরণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে মুখ্য আলোচক সরওয়ার মোর্শেদ বলেন ছোট ছোট দুঃখ আমাদের জীবনে আসতে পারে এই ছোট দুঃখ জয় করে আমরা বড় হতে পারি। তিনি আরো বলেন রবীন্দ্রনাথের জীবনের অনেক দুঃখ ছিল, তিনি এত দুঃখ জয় করে বড় হতে পেরেছেন। কাজী নজরুল এর জীবনে দারিদ্রতা ছিল বলেই তিনি দারিদ্রতা জয় করে বিদ্রোহী কবি হতে পেরেছিলেন । তিনি বলেন কলেজের সবচেয়ে বড় অলংকার হচ্ছে একজন ভালো শিক্ষক ।
শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা ছাত্র-ছাত্রীদেরকে ভালোবাসেন বই পড়েন এবং ছাত্র-ছাত্রীদের কে ভালো শিক্ষা দেন।ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কার ক্রেস্ট এর পরিবর্তে বই উপহার দিন, কারণ বই মানুষকে অনেক বড় করে। তিনি কলেজে এত সুন্দর একটি অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুল লতিফ বলেন সাংস্কৃতিক চর্চার চারণ ভূমিতে পরিণত হোক খোকসা সরকারি কলেজ। আজকের বসন্ত বরণ, পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বলে দেয় মেলবন্ধনের কতটা উচ্ছসিত হলে সাধারণ শিক্ষার্থীরা এভাবে উপচে পড়া ভিড় নিয়ে কলেজ ক্যাম্পাস অবস্থান করছে। তিনি খোকসা সরকারি কলেজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক প্রতিনিধি মোঃ হায়দার আলী, বসন্ত বরণ উদযাপন অনুষ্ঠানের আহবায়ক ভূগোল বিভাগের প্রধান স্বপন মাহমুদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শুধী, অভিভাবক, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীগণ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলা বিভাগের প্রফেসর মিতা রফিক।
অনুষ্ঠানের বক্তারা বলেন, ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক ও পর্যটক নাগরিক কুষ্টিয়ার খোকসা উপজেলা। খোকসা কলেজের বসন্ত বরণ, পিঠা উৎসব ও আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান আজ তারই আবার প্রমান মিলেছে। খোকসা কলেজ কতৃপক্ষ উদ্যোগে যথেষ্ট সুন্দর মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন যা প্রশংসার দাবি রাখেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha