ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ এমপি মহোদয় কামারুল আরেফিন পরির্দশন কুষ্টিয়ার ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধি ও চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করনসহ চিকিৎসা সেবার অনিয়ম দুর করতে কুষ্টিয়া-২ আসনের এমপি কামারুল আরেফিন আজ ১৪ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টার সময় ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করে পরির্দশন যান।
এসময় উপস্থিত ছিলেন,ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা.নূরুল আমীন।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভর্তি রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থপনার কথা এমপি মহোদয়ের কাছে তুলে ধরেন।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল আমীন কে স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নত চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও ডাক্তার-কর্মচারীদের নিয়মিত উপস্থিতিসহ বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে এমপি মহোদয় চলে যান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha