২০২৩-২৪ অর্থ বছরে " কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গড়ে তোলা হয়েছে পুষ্টি নিরাপত্তায় মডেল বাগান।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর ব্লকের দোষীমনি গ্রামে পুষ্টি নিরাপত্তায় মডেল গ্রামের উদ্ভোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার। হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ মোঃ আলফুয়াদ, রাখিব, আব্দুল রাজ্জাক, পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসল গ্রামের শতাব্দীক ফসল চাষীরা ও এলাকায় গণ্যম্যান ব্যাক্তিবর্গ প্রমূখ।
স্বগত বক্তব্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনা ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ এই আলোকে প্রকল্প থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উপকরণ সহায়তা দিয়ে পুষ্টি বাগানের মাধ্যমে পুষ্টি নিশ্চিত করা হচ্ছে। বসত বাড়ির আঙিনায় এ পারিবারিক পুষ্টি বাগান করে সহজেই পরিবারের সদস্যদের পুষ্টি পূরণ হওয়ায় এ বাগানে করার দিকে ঝুঁকছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের মাধ্যমে চলতি ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওয়াত গোমস্তাপুরে ৭৮ প্রদর্শনী বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এক থেকে দেড় শতক জমিতে চাষাবাদের জন্য বিনামূল্যে বীজ, সার, বেড়া ও অন্যান্য উপরকণ সহায়তা দেওয়া হচ্ছে। এবং চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আলোচনা সভা শেষে, ৫০ জন চাষীকে বিভিন্ন ফলের চারা ও বীজ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha