আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ১২:২৩ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ১১:৫৯ পি.এম
নরসিংদীর রায়পুরায় র্যাব কে কুপিয়ে মাদক ব্যবসায়ী ছিনতাই

নরসিংদী জেলায় রায়পুরা একটি বিপজ্জনক এলাকা।রায়পুরার মধ্যে সবচেয়ে বিপদজনক এলাকা হচ্ছে নিলক্ষা।সেটা আবারও প্রমাণিত হলো।সিভিল পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীও যে এখানে অসহায় সেটি আবারও দেখা গেল।এবার র্যাব সদস্যকে কুপিয়ে মাদক ব্যবসায়ী ছিনিয়ে নিয়ে গেল রায়পুরা বাসী।
জানা যায়, আজ (১৩ফেব্রুয়ারি) রাত সাতটা ৪৫ মিনিটে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামের স্থানীয় মাদক ব্যবসায়ী ইউনুস আলী (৪০) কে র্যাব-১ এর এএসপি তরিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আনার সময় স্থানীয় গ্রামবাসীরা র্যাব-১ সদস্যেদের ব্যারিকেড দিয়ে তাদের থেকে গ্রেফতারকৃত আসামি ইউনুস আলীকে ছিনিয়ে নেন। এসময় গ্রামবাসীর হামলায় র্যাব সদস্য কনস্টেবল ইমরান হাসানের মাথায় ও হাতে গুরুতর আঘাত করে। মাথায় দুটি কুপ ও হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে।
আহত র্যাব সদস্যকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ও ঢাকায় রেফার্ড করেছে।তার অবস্থা আশঙ্কাজনক।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha