চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে মোসাঃ তানহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার রহনপুর পৌর এলাকার চিনিয়াতলা গ্রামের মোঃ তহুরুল ইসলামের মেয়ে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার চিনিয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে দিকে মৃত্যু তানহা বাড়ির পার্শ্ববর্তী পুকুরে সবার অগোচরে পরে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। দুপুর ২ টার দিকে পার্শ্ববর্তী পুকুরে তানহার দেহ ভাসতে দেখলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।