কুষ্টিয়ার ভেড়ামারা রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয় নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠান হয়। ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে বিশিষ্ট আইনজীবি এ্যাড: মো: আশরাফ হোসেন চান্টুর সভাপত্বিতে অনুষ্ঠানের নানা কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার। বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও হানিফ সাহেবের সহধর্মিনী মিসেস ফৌজিয়া আলম। কুষ্টিয়া-২ আসনের সাংসদ সদস্য কামারুল আরেফিন। ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা। কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আবু হেনা মোস্তফা কামাল মুকুল। উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শরিফুল ইসলাম। ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম মান্নানসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার ডঃ আমিনুল হক।সাবেক প্রোভাইস চ্যান্চোলার ও অধ্যাপক ড: শাহিনুর রহমান ও কুষ্টিয়া -২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন।
রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের উদার মনোবৃত্তি, আন্তরিকতা ও সহযোগিতা এবং শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের কারণে অনুষ্ঠানটি স্বকীয়তায় সমুজ্জ্বল হয়ে ওঠে।
জাতীয় পতাকার মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক আসাদ । সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও আনার্জি রুবাইয়া কাজরী।
প্রধান অতিথি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেন, তোমরাই আগামী প্রজন্ম ও ভবিষ্যৎ। ভালো লেখাপড়া করে নিজের ও বাবা মায়ের মুখ উজ্বল করবে। শিক্ষার কোন বিকল্প নাই, যে জাতী যতো বেশি শিক্ষিত সে জাতী ততো বেশি উন্নত। তিনি আরো বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গঠন করা সম্ভব না। তিনি শিক্ষার্থীবৃন্দদের উদ্দেশ্যে বলেন, মোবাইলের প্রতি আসক্ত না হয়ে লেখাপড়ার প্রতি মনোযোগ দিয়ে বিদ্যালয়ের সুনাম ও পিতা-মাতার সম্মান বৃদ্ধির জন্য পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের বিনির্মাতা। তাই প্রত্যেক ছাত্রীদের অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও শুভকামনা করেন তিনি।
অনুষ্ঠান শেষে ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।