আসন্ন ঈদকে সামনে রেখে সদরপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারের শপিংমল, কসমেটিকস ও জুতা-সেন্টেলের দোকানের মার্কেটগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। যারা কেনাকাটা করতে আসেন তাদের অধিকাংশই ছিলেন নারী। ক্রেতাদের বেশির ভাগই মাস্ক পরার বালাই নেই। তবে অভিযোগ উঠেছে, ক্রেতারা কিছুটা স্বাস্থ্যবিধি মানলেও স্বাস্থ্যবিধি মানছেন না বিক্রেতারা।
গতকাল দুপুরে সদরপুর কাজী আনিসউদ্দিন সিটি মার্কেটে গিয়ে দেখা যায়, সরকার স্বাস্থ্যবিধি মেনে দোকানদারদের নির্দেশ দিলেও এখানে ক্রেতাদের প্রবেশ পথে স্বয়ংক্রিয় জীবাণুনাশক স্প্রে সংবলিত কোন চিত্র এখানে দেখা যায়নি। তবে প্রতিটি দোকানগুলোতে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতাদের ভিড় করতে দেখা যায় ।
ক্রেতারা কেনাকাটা করার মহা ব্যস্ত হয়ে পড়েছে ও বিক্রেতারা বেচাকেনা করার ব্যস্ত সময় পার করছে। উপজেলার আকোটের চর এলাকা থেকে আসা ক্রেতা জান্নাতারা তিনি বলেন, মহামারি করোনা সংক্রমনের কারণে যেকোন সময় সরকার লকডাউন দিয়ে মার্কেট বন্ধ করে দিতে পারে তাই নিজের বাচ্চাদের ও আত্মীয়-স্বজনদের তৈরী পোষাক ও কাপড়-চোপর কেনাকাটা করে রাখছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha