আজকের তারিখ : মার্চ ২৮, ২০২৫, ৬:৫১ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ১২:৩৯ পি.এম
শেষ মুহূর্তে জমে উঠেছে সরস্বতী প্রতিমার বেচাকেনা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে আগামীকাল। আর তাকে কেন্দ্র করে ফরিদপুর শহরে বিভিন্ন প্রান্তে বেচাকেনা হচ্ছে প্রতিমা। আর তাই শেষ মুহূর্তে জমে উঠেছে সরস্বতী প্রতিমা বেচাকেনা।
এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা গেছে শহরের নিউ মার্কেটে ২ নম্বর গেট, ব্যাংক এশিয়া সামনে কাপড় পট্টি মোড়, গোয়ালচামট বাগান বাড়ির সামনে বিক্রি হচ্ছে প্রতিমা। আজ সকালে খোঁজ নিয়ে জানা গেছে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে এছাড়া সর্বোচ্চ ৯০০০ টাকার ভিতর প্রতিমা বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান শেষ মুহূর্তে এসব প্রতিমা বিক্রি করছেন তারা।
তবে শেষ দিন সকালবেলাতে ও বেশ কিছু প্রতিমা বিক্রি হয়েছে । তাছাড়া বেশকিছু প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ইতোমধ্যে প্রতিমা সরবরাহ করছেন তারা। এদিকে প্রতিমা কিনতে আসা ক্রেতারা জানান এ বছর তুলনামূলকভাবে প্রতিমার দাম বেশি গত বছর যে প্রতিমা তারা ১০০ টাকা কিনেছিলেন এখন তা বিক্রি হচ্ছে ২০০ টাকা করে। তবে ব্যবসায়ীরা বলেন দ্রব্যমূল্য বেড়ে গেছে, পরিবহন খরচ বেড়ে গেছে বলা চলে সব জিনিসের দাম বেড়ে গেছে।
আর তাই বাধ্য হয়েই তাদের বেশি দাম নিতে হচ্ছে।
এদিকে সরস্বতী পূজার আনুষঙ্গিক হিসেবে পলাশ ফুলের বিক্রি বেড়েছে। বর্তমানে এক ভাগা পলাশ ফুল বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। তবে আজ সন্ধ্যার মধ্যেই প্রতিমার দাম কমবে বলে আশা প্রকাশ করছেন ক্রেতারা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha