আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৮:২৬ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১২, ২০২৪, ৭:২৫ পি.এম
গোপালগঞ্জে এসপি কাপ ভলিবল টুর্নামেন্ট শুরু
গোপালগঞ্জে জেলা পুলিশের আয়োজনে এসপি কাপ ভলিবল টুর্নামেন্ট -২০২৪ শুরু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার আল-বেলী অফিফা এর সভাপতিত্বে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ লুৎফর কবির চন্দন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কাজী মাহবুবুল আলম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ খায়রুল আলম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ কামরুজ্জামান সহকারী পুলিশ সুপার(মুকসুদপুর সার্কেল), মোঃ সফিকুল ইসলাম সহকারী পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস), মোঃ মনির হোসেন (ডিআইও-১ বিশেষ শাখা)।
এছাড়াও গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ আলম, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ সহ গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার ও পুলিশ সদস্য গণ উপস্থিত ছিলেন।
প্রথম দিনের খেলায় কোটালীপাড়া থানা টিম টুঙ্গিপাড়া থানা টিমকে, পুলিশ লাইন্স টিম গোপালগঞ্জ সদর থানা টিমকে, পুলিশ অফিস টিম কাশিয়ানী থানা টিমকে এবং ট্রাফিক বিভাগ টিম মুকসুদপুর থানা টিমকে পরাজিত করে।
এছাড়াও এসপি কাপ ভলিবল টুর্নামেন্টটি আগামীকাল সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসপি কাপ ভলিবল টুর্নামেন্টটি উপভোগ শেষে পুলিশ সুপার আল-বেলী অফিফা তার বক্তব্যে বলেন, গোপালগঞ্জের প্রতিটি থানায় নিয়মিত খেলাধুলার আয়োজন করে থানার কর্মরত পুলিশ অফিসার ও সদস্যদের মধ্যে খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে মন এবং শরীর সুস্থ্য ও সতেজ থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha