আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ১১:৫০ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১২, ২০২৪, ৫:৫৯ পি.এম
চাটমোহরে ফসিল জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান
চাটমোহরের ফসলী জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের বোথরে ও ছাইকোলা ইউনিয়নের ফসিল জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম জানান,সোমবার দুপুরে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোথর এলাকায় ফসলি জমিতে এক্সেভেটর ( ভেকু) দিয়ে পুকুর খননের সময় অভিযান পরিচালনা করা হয় তবে খবর পেয়ে এক্সেভেটরের চালক পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এক্সেভেটরের ইঞ্জিনের ব্যাটারি জব্দ করা হয়।
অপরদিকে ছাইকোলা ইউনিয়নের বরদানগর নামক স্থানেও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি এক্সেভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে
তিনি আরও জানান ফসিল জমিতে অবৈধ ভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha