আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:০৭ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১২, ২০২৪, ৪:০৬ পি.এম
জলিরপাড় ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিভা মন্ডলের মনোনয়নপত্র দাখিল

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক চেয়ারম্যান বিভা মন্ডল মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও জলিরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিভা মন্ডল। এছাড়াও আরো দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিবেন বলে জানা গেছে।
উল্লেখ্য জলিরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির কান্তি রায় মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। আগামী ৯ ই মার্চ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ জুয়েল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি অবাদ, সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন আমাদের সকলের কাম্য। ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ফেব্রুয়ারী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারী, প্রতীক বরাদ্দ হবে ২৩ ফেব্রুয়ারী এবং আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha