সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও চলছে সরস্বতী পূজার প্রস্তুতি। সনাতন ধর্মলম্বীদের শাস্ত্রীয় মতে আগামী বুধবার অঞ্জলি প্রদান ও ধর্মীয় আচারের মধ্য দিয়ে উদযাপিত হবে বিদ্যার দেবী সরস্বতী পূজা। সে লক্ষ্যে সরস্বতী পূজার প্রস্তুতি চলছে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ও বাড়িতে। শিল্পীর রঙ তুলির আঁচড়ে রুপ পাচ্ছে দেবী সরস্বতী।
আবার কোন মন্ডপে চলছে সাজসজ্জার কাজ। অনেকে নিজ বাড়িতেই আয়োজন করেছেন পূজার। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার সর্বজনীন দূর্গা মন্দিরে সরস্বতী প্রতিমার গায়ে রঙ ও অলংকারের কাজ করছের শুভোদ কর্মকার নামে একজন প্রতিমা শিল্পী। তিনি জানান, এই মন্দিরের জন্য যে প্রতিমা তৈরি করা হয়েছে এটাতে খরচ পড়েছে ৫ হাজার টাকা।
তিনি এবার প্রথম প্রতিমা তৈরিতে এসেছেন। এ বছর ১৪টি প্রতিমার কাজ করেছেন বলে জানান তিনি। সরস্বতী পূজার আয়োজনের বিষয়ে সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি খোকন দাস বলেন, এলাকার সনাতন ধর্মের অনুসারী শিক্ষার্থীদের আয়োজনে এবার পূজা হবে।
পূজাকে সামনে রেখে সবার মাঝে একটা আনন্দ কাজ করছে। এনিয়ে সবাই এখন ব্যস্ত রয়েছে। রতন দাস নামে এক এসএসসি পরীক্ষার্থী জানান, মায়ের আশীর্বাদ নিয়ে এবার পরীক্ষায় বসবেন। যাতে পরীক্ষায় ভালো ফল অর্জন করতে পারে।
এছাড়াও দৌলতপুরের বিভিন্ন এলাকার সংগঠন ও ক্লাবের উদ্যোগে এবং বাসা-বাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী বাবু দাস।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।