আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৪:৩১ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১০, ২০২৪, ৭:৫৬ পি.এম
খোকসায় ঐতিহ্যবাহী কালীপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার প্রথম পর্ব সমাপ্তি
কুষ্টিয়ার খোকসায় কালির প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার প্রথম পর্ব সমাপ্তি জমে উঠেছে ৬শ বছরের ঐতিহ্যবাহী কালী পূজা মেলা। কালিবাড়ির বিশাল মাঠ জুড়ে বসেছে গ্রামীণ মেলা। অমাবস্যা তিথিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে মহিষ ও পাঠা বলির মধ্য দিয়ে কালী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়, আজ শনিবার সন্ধ্যায় কালির প্রতিভা বিসর্জনের মধ্য দিয়ে পূজা প্রথম পর্বের কাজ শেষ হয়।
সপ্তমীতে মাঘি ষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। কিন্তু মেলা চলবে প্রায় পক্ষ কালব্যাপী। শনিবার বিকেলে খোকসা কালীবাড়ি মন্দির থেকে কালির প্রতিমা বের করার সাথে সাথে হাজার হাজার ভক্তবিন্দু প্রতিমা বিসর্জনের জন্য খোকসা গড়াই নদীর তীরে অবস্থান নেয়। ভক্তগণ নদীর দুই পারে দুই কিলোমিটার এলাকা জুড়ে মেলা উৎসব পালন করে। অনেকে আবার নৌকায় ঘুরে ঘুরে প্রতিমাকে বিদায় জানাই।
এছাড়া অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির সদস্যগণ ও ভক্তবৃন্দ নদীর দুপারে ও নদীতে নৌকায় ঘুরে ঘুরে পূজা বিসর্জন দেখেন। এ বছর কালিবাড়ি বিশাল মাঠ বিশাল গ্রামীণ মেলা ৫ শতাধিক দোকানী তাদের পসরা সাজিয়ে বসেছে এবং হাজার হাজার ক্রেতা ও দর্শনার্থীর ভিড়ে খোকসা কালীবাড়ি এখন উৎসব মুখোর পরিবেশ সৃষ্টি হয়েছে। এবারের মেলার বিশেষ আকর্ষণ দি লায়ন সার্কাস। এই গ্রামীণ মেলা চলবে ১৫ দিনব্যাপী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha