আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১০:৩৫ এ.এম || প্রকাশকাল : মে ৬, ২০২১, ৬:১৮ পি.এম
কুষ্টিয়ায় মেছো বাঘ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে মালিথা মৎস্য খামার থেকে একটি মেছো বাঘ আটক করেছে এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেছো বাঘটিকে উদ্ধার করে।
আজ বিকেল ৫টার সময় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়িয়া মালিথা মৎস্য খামার থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়।
ওই এলাকায় মুন্নাত নামের এক ব্যক্তি প্রথমে মেছো বাঘটিকে দেখতে পান। তার চিৎকারে স্থানীয় আলেফ, লিটন, বিল্লাল, রতন মালিথাসহ বেশ কয়েকজন মিলে মেছো বাঘটিকে আটক করে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস জানান, স্থানীয়রা মেছো বাঘটিকে ধরে খাঁচায় আটকে রাখে। পরে খবর পেয়ে সেটিকে উদ্ধার করা হয়। বনবিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে, তাদের কাছে মেছো বাঘটিতে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha