রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বুধবার (৫মে) সকালে ২০২০-২০২১ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ।
জানা যায়, পাট্টা ইউপির উত্তর বিশ্বাসের মাজাইল গ্রামের কার্প মিশ্রচাষ আরডি প্রদর্শনী-২০২১, কলিমহর ইউপির হাটবনগ্রামের গুলশা, পাবদা ও টেংরা আরডি প্রদর্শনী-২০২১ ও মাছপাড়া ইউপির রামকোল বাহাদুরপুর গ্রামের মনোসেক্স তেলাপিয়া আরডি প্রদর্শনী-২০২১ এর জন্য আরডি দলনেতা মনিরুল ইসলাম, মাহাবুবা খানম ও সাজেদুর রহমানকে মৎস্যচাষের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
উপকরণসমূহের মধ্যে রয়েছে চুন, সরিষার খৈল, ইউরিয়া, টিএসপি, প্লেট খাদ্য প্রভৃতি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha