আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ১১:০৬ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৪:০৫ পি.এম
নলছিটিতে আশ্রয়ণ প্রকল্পে শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে নির্মিত জুরকাঠি আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে শুকনা খাবার ও অন্যান্য উপকরণ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) মো. শওকত আলী।
এরপর তিনি আশ্রয়ন প্রকল্পের ৪১জন উপকারভোগীদের মাঝে শুকনা খাবার,শীতের কম্বল ও আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাসকারীদের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। তিনি উপকারভোগীদের বিভিন্ন কথা মনোযোগ দিয়ে শুনে তাদের সমস্যাগুলো সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এসময় তিনি আশ্রয়নের ঘরগুলো পরিদর্শন করেন এবং তাদের পরিবারের লোকজনদের সাথে কুশলাদি বিনিময় করেন।
এসময় আরও উপস্থিত ছিলেণ,ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম,নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম,সহকারি কমিশনার(ভূমি) সমাপ্তি রায়,দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha