" বাংলা ইশারা ভাষার প্রচলন করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সমনে রেখে ০৭ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নলছিটি'র কনসালট্যান্ট ডা. আরাফাতুল ইসলাম সম্রাট'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার নির্বাহী অফিসার মো:নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার খরাতি,৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল। উপস্থিত ছিলেন স্নায়ু ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সালেহা খাতুন, দপদপিয়া প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
আলোচনা সভা শেষে ৬ জন শারিরীক প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে ৩টি হুইলচেয়ার ও ৩টি ট্রাইসাইকেল এবং ৭ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে ৭টি স্মার্ট সাদাছড়ি এবং ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে শীতবস্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha