আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ৭:০৮ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ৭, ২০২৪, ১০:০২ পি.এম
মাগুরাতে নাছরিন খাতুন মাশরুম চাষে সফল নারী উদ্যোক্তা

মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রাউতরা গ্রামের টনিক বিশ্বাস শাহীনের স্ত্রী নাছরিন খাতুন ওয়েস্টার মাশরুম চাষে সফল নারী উদ্যোক্তা। বুধবার ৭ ফেব্রুয়ারী দুপুর ১২ টার সময় রাউতরা গ্রামের আলাউদ্দিনের বাড়িতে দেখা যায় ৩ স্থানে টিনের চালা পাকা ঘরের মধ্যে ওয়েস্টার মাশরুম চাষ করছেন।
নাছরিন খাতুন জানান, মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবিরের দিক নির্দেশনায় আধুনিক পদ্ধতিতে মাশরুম চাষ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অফিসের কৃষি অফিসাররা সবসময় ভালো উৎকৃষ্ট মানের মাশরুম চাষ করার জন্য পরামর্শ দিয়ে থাকে।
তিনি আরও বলেন কয়েক বছর পূর্বে বড়খড়ি গ্রামের মাশরুম বাবুল সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষের শুরু। এখন মাশরুমের সিলিন্ডার আছে ৭ হাজার, যা থেকে প্রতি মাসে মাগুরা ও চট্টগ্রামে রপ্তানি ভালো অর্থনৈতিক আয় হচ্ছে। তার মাশরুম খামারে প্রতিদিন ৭-৮ জন মহিলা কাজ করে জীবিকা নির্বাহ করছে।
তার ভবিষ্যত আশা বাণিজ্যিক ভাবে আরও জায়গা বাড়িয়ে বড় পরিসরে মাশরুম চাষ করে বিদেশে রপ্তানি করবেন। মাশরুম নিরাপদ ভেষজ ঔষধি গুণসম্পন্ন দ্রব্য যা থেকে মানবদেহের কিডনি, হার্ট, ক্যান্সার ও বাত ব্যাথা সহ অনেক রোগের রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha