করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট থাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকের জমির ধান কেটে দিয়েছেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। রোযা থাকা অবস্থায় বুধবার (৫ মে) সকাল ১০ টা থেকে দুপুর তিনটা পর্র্যন্ত উপজেলার চতুল ইউনিয়নের বিল দাদুরিয়া মাঠে হতদরিদ্র কৃষক মোশাররফ শেখের প্রায় এক একর জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিকের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন ছাত্রলীগের ১৫-২০ জন নেতাকর্মী।
কৃষক মোশাররফ শেখ বলেন, আমি গরিব মানুষ। করোনা পরিস্থিতিতে ধান কাটার জন্য শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক পাওয়া গেলেও অনেক বেশি পারিশ্রমিক গুনতে হয়। এমন সময় সংবাদ পেয়ে আশিকুর রহমানসহ ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মীরা আমাকে সঙ্গে নিয়ে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক বলেন, দেশজুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেশি হওয়ায় এবং মজুরস্বল্পতার কারণে কৃষকেরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন।
এমতাবস্থায় বাংলার দুঃখী-অসহায় মানুষের শেষ ঠিকানা কৃষিবান্ধব নেত্রী, দেশরত্ম শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারন সম্পাদক ফাহিম আহমেদ এর নির্দেশনায় বোয়ালমারী উপজেলায় কৃষকদের প্রয়োজনীয়তার নিরিখে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থেকে ধান কাটাসহ সর্বাত্মক সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব।
ধান কাটায় অংশগ্রহন করেন, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ নেতা সুজন, সবুজ, রাজিব বিশ্বাস, অপি ইসলাম, রেদোয়ান রাজিব, রনি ইসলাম, মারুফ বিশ্বাস, তাজিম, ওবাইদুল্লাহ, সেলিম, আব্দুল, লোকমান, আকাশ, মুরাদ, হাসিব, শরিফ আবির, ইব্রাহিম সহ অনান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha