আজকের তারিখ : মার্চ ২১, ২০২৫, ৯:১৮ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ৭, ২০২৪, ১:৫৯ পি.এম
আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৯৭ নং আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার সকাল দশটায় আলিপুর খাপাড়া ঈদগা ময়দান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খান মোহাম্মদ পারভেজ সাজ্জাদ এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ইয়াসমিন খানম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুমা আফরোজ তুলি।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ বিশ্বাস, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর খান (বাবু) সাবেক সভাপতি, এস,এম.সি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস.এম ইসাহাক- সহ-সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগ।
মোঃ মনিরুল ইসলাম মনির ১নং প্যানেল মেয়র ও কাউন্সিলর, ১১নং ওয়ার্ড, ফরিদপুর পৌরসভা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মামুনুর রহমান। আলহাজ্ব মোঃ আজম খান মোঃ আকরাম হোসেন খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কেশবপুর, যশোর। আলহাজ্ব আজমল হোসেন খান (ছোট আজম) বীর মুক্তিযোদ্ধা এস.এম আক্তার হোসেন বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন মোঃ ফিরোজ খান মোঃ তারেক আইয়ুব খান শিক্ষানুরাগী।
সৈয়দ হাফিজুল হক ফিকু এস. এম মুসা মোঃ ইমারত হোসেন খান আলহাজ্ব শহিদুল ইসলাম খান (নাইম) সাবেক কমিশনার।
মোঃ সুলতান মাহমুদ খান প্রিন্স এস.এম সরোয়ার হোসেন দুলাল এস.এম এনায়েত হোসেন লায়েক মোঃ জহুরুল ইসলাম সেন্টু শেখ মোঃ নাছিম সভাপতি, পিটিএ কমিটি মোঃ পলাশ খান নাট্যকার ও সমাজ সেবক, মোঃ জাহাঙ্গীর মন্ডল প্রাক্তন শিক্ষক।
এরপর ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৫০ টা খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া পার্শ্ববর্তী মাদ্রাসার ছাত্রদের জন্য তিনটি, অভিভাবকদের জন্য একটি এবং প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি করে খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উক্ত ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha