রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার ৪ মে দুপুরে সরকারী উন্নয়ন সহায়তার আওতায় খামার যান্ত্রিকীকরণ প্রকল্পে ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে।
কশবামাজাইল ইউপির কুঠিমালিয়াট গ্রামের কৃষক লিটন মন্ডলের হাতে আনুষ্ঠানিকভাবে চাবি প্রদান করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলী।
জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করা হয়। ইউএনও মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ অফিসার কাজী এজাজুল করীম, রাজবাড়ী জেলা কৃষি প্রকৌশলী ড. শাহ মো. ইউসুফ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
উপস্থাপনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রোকনুজ্জামান।
কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, ২৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কম্বাইন হারভেস্টার মেশিনটির জন্য কৃষক ১০লাখ ৫০ হাজার টাকা সরকারী ভর্তুকি সুবিধা পেয়েছেন।
এ মেশিনটি ব্যবহারের মাধ্যমে কৃষক মাঠে অল্প সময়ে বেশি ধান কাটতে পারবেন। মেশিনটি যত্ন সহকারে ব্যবহারের দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
কৃষকদের চাহিদা অনুযায়ী খামার যান্ত্রিকীকরণ প্রকল্পে ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন কৃষি অফিসার রতন কুমার ঘোষ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫