আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ১১:২৫ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২, ২০২৪, ২:৩৯ পি.এম
বাড়িতে দেহব্যবসা, তানোরে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই আটক

রাজশাহীর তানোরে নিজ বাড়িতে জমজমাট দেহব্যবসার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। গত ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে কাশেমকে আটক করেছেন। এদিকে কাশেমের আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, অনেকে মিষ্টি বিতরণ করেছেন।
জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কৃষ্ণপুর গ্রামের হাজী ইমান আলীর পুত্র আবুল কাশেম। তার বড় ভাই সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম ও ছোট ভাই রাব্বি আল-আমিন ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
জানা গেছে, রাব্বি আল-আমিন ও বখাটে হাবিবুর রহমানের মদদে কাশেম দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে জমজমাট দেহব্যবসা ও মাদকসেবনের আসর বসিয়ে আসছে। কিন্ত্ত রাব্বিলের ক্ষমতার দাপটের কারণে কেউ প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতে পারে না। কেউ প্রতিবাদ করলেই ধর্ষণ মামলার হুমকি। উপজেলার বিভিন্ন এলাকা থেকে কাশেম নারীদের নিয়ে এসে তার বাড়িতে রাখে আর তার পুত্র মুঠোফোনে যোগাযোগ করে খদ্দেরদের বাড়িতে নিয়ে আসে।
সেখানে টাকার বিনিময়ে নারীদেহ উপভোগ ও নিরাপদে মাদকসেবন করা যায়। কাশেমের পুরো পরিবার এই অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত বলে গ্রামবাসির মাঝে আলোচনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসি বলেন, রাব্বিল ও হাবিবুর অভিনব কৌশলে আবুল কাশেমের বাড়ি থেকে সুন্দরী নারীদের রাজশাহীর আবাসিক হোটেলে সরবরাহ করে। তারা রাজনৈতিক প্রভাববিস্তার করে এসব অপকর্ম করে আসছে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাব্বি আল-আমিন সব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরাই কাশেমকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha