আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৪:২৪ পি.এম || প্রকাশকাল : মে ৪, ২০২১, ৪:২৪ পি.এম
নড়াইলের কালিয়ায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

করোনার প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া নড়াইলের কালিয়ায় একাধিক কৃষকের পাকা ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (৩ মে) সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত কালিয়া উপজেলার ৫নং সালামাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র কৃষক ও বর্গাচাষীদের জমির ধান কেটে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সামাজিক দূরত্ব বজায় রেখে ওই সকল কৃষকের জমির পাকা ধান কেটে দেন তারা। উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ ও সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম পান্নুর নেতৃত্বে সংগঠনের প্রায় ১৫ কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
কৃষক আহাদ মিয়া বলেন, করোনার কারনে লকডাউন থাকায় ধান কাটার মতো টাকা পয়সা ছিলো না। পরে ছাত্রলীগের ওরা এসে আমার ধান কেটে দিয়েছে। খুবই খুশি হয়েছি। আমি তাদের জন্য দোয়া করি।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমরা জানতে পারি, অর্থ সংকটের কারণে কয়েকজন ভ্যানচালক কৃষক ও বর্গা চাষী তাদের জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েন।
নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ভাই ও রকিবুজ্জামান পলাশ ভাইয়ের পৃষ্ঠপোষকতায় আমরা এই অসহায় কৃষকের ধান কেটে ও বাড়িতে নিয়ে মাড়াই করে দিয়েছি। তাদের সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha