আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ১১:৩৭ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ৩১, ২০২৪, ৮:৫০ পি.এম
মাগুরা নহাটায় রিয়াজের হত্যাকারীদের ফাঁসি ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটায় রিয়াজ মোল্যার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ জানুয়ারি বিকাল ৩.৩০ টার সময় নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে এ মানববন্ধন করেন শত শত এলাকাবাসী ও সাধারণ লোকজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়ি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক কামরুজ্জামান জিল্লু, নারানদিয়া গ্রামের বিশিষ্ট রাজনিতীবীদ ও সমাজ সেবক হান্নান মোল্যা, নিহত মোঃ রিয়াজ মোল্লার বাবা নিজামউদ্দিন মোল্লা, মা রেহেনা বেগম, ৩ ছেলে হুসাইন, হাসান ও হুযাইফা সহ এলাকাবাসী বক্তব্য রাখেন।
তারা বলেন, গত ৭ নভেম্বর রাতে রিয়াজ মোল্লাকে চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ লোক দিয়ে নহাটা ইউনিয়নের ফুলবাড়ী থেকে ডেকে নিয়ে সৈধনালা খালের কাছে নিয়ে বেদম মারপিট করে এতে সে মারাত্মক জখম হলে ঐ রাতে তারা মাছ চুরির নাটক সাজিয়ে পুলিশের সহয়তায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে ৮ নভেম্বর ভোরে রিয়াজের মৃত্যু হয়।
এ ঘটনার পর নিহতের পিতা নিজামউদ্দিন মোল্লা বাদী হয়ে ১৩ নভেম্বর বর্তমান চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ, রবিউল মৃধা, ফজলু, আকুব্বার মৃধা, ইমন, নাজমুল বিশ্বাস, আতিয়ার, মুকুল, হৃদয়, মাসুদ সহ ৩৩ জনকে আসামি করে মামলা করা হয়।
মামলার পর আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে নিহতের পরিবারের লোকজনকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে চলছে এবং এই মামলার স্বাক্ষী কামরুজ্জামান জিল্লু সহ কয়েকজন মারপিট করেছে আসামীরা। আমরা অতিদ্রুত সকল আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানাচ্ছি।
মানববন্ধন এলাকায় শতশত মানুষের পাশাপাশি অংশগ্রহণ করেন, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা সুলাইমান শিকদার, ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার খালিদ হোসেন টোকন, খাইরুল ইসলাম মন্নু মেম্বার, ফিরোজ মেম্বার ও বেশ কয়েকজন মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha