আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৮:৩১ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ৩০, ২০২৪, ৭:২৯ পি.এম
সংবাদ প্রকাশের পর বরখাস্ত হল সিএইচসিপি জিয়াউল হক ডলার

"নরসিংদীতে মাদকসহ গ্রেফতার হয়ে কারাগার ভোগের পরও স্বপদে বহাল সিএইচসিপি ডলার" এই শিরোনামে "দৈনিক সময়ের প্রত্যাশা" সংবাদ প্রকাশের পর জিয়াউল হক ওরফে ডলারকে এবার সিএইচসিপি পদ থেকে সাময়িক বরখাস্ত করেছেন কর্তৃপক্ষ।
জিয়াউল হক ডলারের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল ইসলাম।
জিয়াউল হক ডলার মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি পদে দায়িত্বে ছিলেন, এর আগেও তার বিরুদ্ধে দালালী সহ বিভিন্ন অভিযোগ এনে একাধিক শিরোনামে, দৈনিক সময়ের প্রত্যাশা, দৈনিক সকালের সময়, দৈনিক গুপ্তচর, নরসিংদীর তথ্য, ধারাবাহিক প্রতিবেদন করা হয়।
উল্লেখ্য, গত (১৩ ডিসেম্বর ২০২৩ইং) বিকেলে নরসিংদী শহরের ভেলানগর জেলখানা মোড়ে জিয়াউল হক ডলারকে ২৭ পিস ইয়াবা সহ গ্রেফতার করে নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে পুলিশ তার বিরুদ্ধে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সে কারাভোগও করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha