আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১:৫০ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ৩০, ২০২৪, ৭:৪৭ পি.এম
অভিযানে ১শ৬৯ বোতল ফেন্সিডিল সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন খারিজাথাক গ্রামে র্যাব-১২, সিপিসি-১ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের জিন্নাত আলী শেখের ছেলে বজলুর রহমান (৩৩), মৃত ইয়ানুছ শেখের ছেলে বিদ্যুৎ শেখ (৪৫), মৃত মোনছার মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৩২), ফরিদ মন্ডলের ছেলে শাহাজুল ইসলাম (৪১) ও রবকুল শাহ এর ছেলে সাগর শাহ (২৩)।
র্যাব-১২, সিপিসি-১ প্রেসবিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিগণ দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha