আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ১১:০০ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ২৮, ২০২৪, ৮:৫৩ পি.এম
কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা, স্কুল বন্ধ ঘোষণা

কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এই কারণে কুষ্টিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সব বিদ্যালয় আজ রোববার বন্ধ থাকবে।
রবিবার সকাল সাতটার দিকে জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়। পরে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা এই সিদ্ধান্তের বিষয় প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৬টায় কুষ্টিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটাই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২৩ জানুয়ারি সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা হারুন-আর-রশিদ বলেন, আজ তাপমাত্রা এই মৌসুমের সর্বনিম্ন। কাল সোমবারও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকতে পারে। পরশু মঙ্গলবার তাপমাত্রা বাড়তে পারে।
এদিকে হঠাৎ আজ সকালে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসায় বিভ্রান্তিতে পড়েন শিক্ষক ও অভিভাবকেরা। কয়েকজন অভিভাবক বলেন, তাঁরা সন্তানদের স্কুলে নিতে প্রস্তুতি নিচ্ছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠি দেখলেও তাঁরা নিশ্চিত হতে পারছেন না। তাঁরা বলছেন, কতজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে? সবার তো স্মার্টফোন নেই। তারা কীভাবে জানবে?
ওমর ফারুক নামের এক অভিভাবক বলেন, ভাই, শুনলাম স্যারেরা এখনো জানে না। আমার দুইটা ছোট বাচ্চা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এখন কী বলব?
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha