গোপালগঞ্জের কাশিয়ানীতে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আড়পাড়া গ্রামের লুলু সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী লুলু সিকদার জানান, গভীররাতে ডাকাতের একটি দল বাড়িতে প্রবেশ করে সিসিটি ভিতাদের নিয়ন্ত্রণে নেয়।দুই তলা ভবনের নিচ তলার কলাবসিবল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে কক্ষে ঢুকে পরিবারের চার সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করেন গদ প্রায় সাড়ে ১১লাখ টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ও মালা-মাল লুট করে। প্রায় এক ঘন্টা ঘরেরমধ্যে অবস্থান করে ঘরের ওয়ারড্রপ, আলমারী, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে পালিয়ে যায় ডাকাতরা।
কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়েঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের ধরতে চেষ্টা চলছে। এ ঘটনায়এখনপর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।