আজকের তারিখ : মার্চ ২০, ২০২৫, ৪:০১ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ২৬, ২০২৪, ৪:৫৪ পি.এম
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতা

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর দল। শুক্রবার শহরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা মুন্সিগঞ্জ জেলা দলকে ৪ উইকেটে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে মুন্সিগঞ্জ জেলা দল ১৫০ রান সংগ্রহ করে ইনিংসের সর্বোচ্চ ৩০ রান আসে অতিরিক্ত হতে। ব্যাটসম্যানদের মধ্যে তানজীদ হাসান ৩১ এবং আব্দুল্লাহিল জাকির ২৮ তাফসীরুল আলম ২০ রান করে ফরিদপুর দলের পক্ষে মেহেদী হাসান সাইফুল খান উভয়েই ২ টি করে উইকেট লাভ করে।
জবাবে ফরিদপুর দল ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে দুই ওপেনিং ব্যাটসম্যান ভালো সূচনা করেন এদের মধ্যে তামিম মিয়া ৬৭ ইসফাক আহমেদ ৩৮ রান করে ।
মুন্সিগঞ্জ জেলা দলের পক্ষে তাফসীরুল ইসলাম ৩ ফাহিম মিয়া ২ উইকেট লাভ করেন। বিজয়ী দলের তামিম মিয়াকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার দেয়া হয়।
খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শামীম হক। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha