ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাইক্রোবাস ও নসিমন সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে বারটায় সাতৈর ইউনিয়নের সাতৈর আলিয়া মাদ্রাসার সামনে এ সড়ক দূর্ঘটনা ঘটনা ঘটে।
জানা যায়, ওই মাইক্রোবাসে গুনবহা গ্রামের রোগী নিয়ে ফরিদপুর মেডিকেলে যাওয়ার সময় সাতৈর গামী নসিমনের সাথে সরাসরি সংঘর্ষে নসিমন চালক হারুন মোল্যা গুরুতর আহত হয়। তখন স্থানীয় লোকজন নসিমন চালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্মরত চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম শুভ সাধারণ চিকিৎসা দেওয়ার পর নসিমন চালকের অবস্থা আরো অবনতি হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে পাঠিয়ে দেন।
সেখানে নেওয়ার পরে চিকিৎসারত অবস্থায় ৩ টার সময় নসিমন চালকের মৃত্যু হয়। মৃতের বাড়ি উপজেলার সাতৈর ইউনিয়নের কেরশাইল গ্রামের মৃত সমেদ মোল্যার ছেলে মোঃ হারুন মোল্যা।
এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহিম বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নসিমন ও মাইক্রোবাস উদ্ধার করে থানায় আনা হয়। এ নিয়ে এখনো কোন অভিযোগ বা মামলা হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫