ফরিদপুরের আলফাডাঙ্গায় ৬৭ পিচ ইয়াবাসহ ইয়াছিন মিয়া(৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিম পাড়া কুদ্দস মিয়ার মেহগনী বাগান থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছিন জাটিগ্রামের হাসেম মিয়ার ছেলে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬৭ পিচ ইয়াবাসহ ইয়াছিন মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111