আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১০:৩১ এ.এম || প্রকাশকাল : মে ৩, ২০২১, ২:০৫ পি.এম
কুষ্টিয়ায় জেলা পরিষদের সদস্য সহ ২জনকে কুপিয়ে আহত
কুষ্টিয়া সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুজনকে কুপিয়ে আহত ও ফাঁকা রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে সন্ত্রাসীরা। রোববার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ভাদালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ভাদালিয়া এলাকার এনামুলের ছেলের ও কুষ্টিয়া জেলা পরিষদের ৯ নম্বর সদস্য মামুন অর রশিদ এবং তার ভাই আলিম হোসেন।
আহত পরিবারের সদস্যরা জানান, কুষ্টিয়া শহরে আসার সময় কোনো কারণ ছাড়ায় সন্ত্রাসীরা তাদের ওপর আক্রামণ করেন এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের পর তাদেরকে নিজস্ব প্রাইভেট কার থেকে জোরপূর্বক বের করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসলে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে মামুন অর রশিদের অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির বলেন, ভাদালিয়া এলাকায় মারামারি ঘটনা ঘটেছে। তবে ফাঁকা গুলির গুলিবর্ষণের কোনো খবর তার জানা নেই। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha