চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৩-২০২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর ব্লকের মরিচাডাঙ্গায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপপরিচালক হার্টিকালচার সেন্টার চাঁপাইনবাবগঞ্জ ড. বিমল কুমার প্রামাণিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোঃআ শামীম ইকবাল, তেল জাতীয় ফসলের উৎপাদন প্রকল্প মনিটরিং কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন। এতে শর্তাধিক চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাঠ দিবসে বিশেষজ্ঞ জানান, একই জমিতে ৩/৪ ফসলভিত্তিক ফসলধারা সরিষা, মগ রোপা আমন সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
পরে প্রধান অতিথি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামের সরিষা চাষীর গ্রুপকে প্রণোদনার আওয়াত একটি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha