ইতালির মিলানে বাংলাদেশ ইসলামিক সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ,সার্টিফিকেট বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
রবিবার সকালে রিপামন্তি জামে মসজিদে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান কনসুলেটের কনসাল এ এস এম তাজুল ইসলাম। সজিদ পরিচালনা কমিটির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্ত্বে সাধারণ সম্পাদক খিরাত হোসাইনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবীর হোসাইনের পরিচালনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কুরআন তেলাওয়াত, কেরাত প্রতিযোগিতা ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতাকারী মিলানের বিশিষ্ট ব্যবসায়ী আজমত উল্লাহ সিকদার রবিন। মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি শাহাজান মোহাম্মদ,আব্দুল ওয়াহিদ দুলাল, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি সেলিম আহমেদ, সাবেক সভাপতি মীর হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক দুলাল মোহাম্মদ, সহ সভাপতি ফারুক আহমেদ, রিপমন্তী ব্রাদার্স এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, চন্দ্রিও জামে মসজিদের ইমাম ও খতিব আশরাফুল আলম, মাসুদ হাওলাদার, রুহিন আহমেদ, হাবিল খান সহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দরা ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান পৌরসভার ৫ নো ওয়ার্ড কাউন্সিলর বিভাষ চন্দ্র কর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য আব্দুল গাফ্ফার, হাবিবুর রহমান বাবেল, সেলিম মোল্লা, রাসেল খান, মাদ্রাসার শিক্ষক নাজমুল হক, শামসুল আলম, শিক্ষিকা সালমা বেগম, শিক্ষক আবু নাজের হাসবি, শরিফুল ইসলাম, শাহীন মুন্সী, জুবায়ের আহমেদ, মিলান কন্সুলেট অফিসের কর্মকর্তা নজরুল ইসলাম, নয়ন ইসলাম, জাকির হোসেন প্রমুখ।
পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা।
পরিশেষে নামাজ আদায় করেন এবং বৃহত্তর নোয়াখালী সমিতির তত্ত্বাবধানে দুপুরের মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha