আজকের তারিখ : এপ্রিল ১০, ২০২৫, ৯:০২ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ২৩, ২০২৪, ৯:৩৩ পি.এম
অটোভ্যান,পাঁচ চাকার গাড়ি ও ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত

ফরিদপুর জেলার মধুখালী পৌরসভাধীন ঢাকা- মাগুরা মহাসড়কের মরিচ বাজারের সামনে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় পাকা রাস্তার উপর মধুখালী বাজার থেকে কামারখালী গামী অটোভ্যান, কামারখালী হতে মধুখালী বাজার গামী পাঁচ চাকার ইট বোঝার গাড়ি, ও বাগাট হতে মধুখালী বাজার গামী ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে হয়। সংঘর্ষে তিন জন আহত হয়।
আহত ব্যক্তিরা হলেন- ক) আশরাফ শেখ (৩৫) পিতা আকবর শেখ, সাং মিটাইন গোপালদী, ইউপি বাগাট, খ) বায়েজিদ (৬মাস) পিতা রাজু মোল্লা, সাং ফুলবাড়ী, ইউপি কামারখালী, উভয় থানা মধুখালী, গ) শাহজালাল (২৫) (অটো ভ্যান চালক) পিতা জিন্নাহ, সাং ঘোষপুর সাতৈর, থানা বোয়ালমারী, জেলা ফরিদপুর।
এরপর পথচারীরা তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সংবাদ পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় কবলিত গাড়ি গুলো হেফাজতে নেয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha