আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ১:০১ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ২৩, ২০২৪, ৬:৪৬ পি.এম
মুকসুদপুরে উপজেলা পর্যায়ে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে উপজেলা পর্যায়ে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৩ জানুয়ারী ) উপজেলা ফারুক খান মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সিনিয়র ও জুনিয়র দুটি গ্রুপে উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় এবং মুকসুদপুর সরকারি কলেজ অংশগ্রহণ করে। এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান মেলায় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত তাপসী বিশ্বাস দূর্গা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন মোল্লা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha