‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এ শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেরা ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষার্থীদের আবিষ্কৃত প্রযুুক্তি প্রদর্শিত হচ্ছে এ মেলায়।
প্রত্যন্ত গ্রামকে প্রযুক্তির আওতায় এনে স্মার্ট হোম, গ্যাস লিকেজ এলাম, সিকুরিটি এলাম, ফায়ার এলাম, অটোমেশন রোড লাইট, সেন্সরের মাধ্যমে কম জনবলে বিদ্যুৎ ও পানির অপচয় রোধ প্রযুক্তি, আর্থ কুয়ার্ক এলাম (ভূমিকম্প সংকেত) ও রোবট কারসহ বিজ্ঞান শিক্ষার্থীদের নানা আবিষ্কার মেলার স্টলগুলোতে স্থান পায়।
মঙ্গলবার সকালে উপজেলার জিমনেসিয়াম হল রুমে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। ইউএনও মোহাইমেনা শারমিন’র সভাপতিত্বে এবং উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মো. ফায়জুল কবীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, উপজেলা আ’লীগের সেক্রেটারী মজিবর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক ,উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী খাদেমুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha