ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকা্নডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
গত সোমবার বিকেলে উপজেলার টগরবন্দ ইউনিয়নের নন্দীগ্রামে ভয়াবাহ অগ্নিকা্নডে দুটি পরিবারের পাঁচটি ঘর , ঘরে থাকা সকল আসবাবপত্র নগদ টাকাসহ সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী রোববার বিকেলে নন্দীগ্রাম ঘটনাস্থলে গিয়েঅসহায় দুই পরিবারের পাশে থেকে খাদ্য সামগ্রী দেন। সেই সাথে তাদের তিনটি বসতঘর দিবে বলে প্রতিশ্রুতি দেন।
জানা যায়, নন্দীগ্রামের হত দরিদ্র দুধ বিক্রেতা সকেন চন্দ্র ও কৃষক শহীদুল ইসলামের বাড়িতে গত সোমবার দুপুরে হঠাৎ করে আগুন লেগে দুই পরিবারের পাঁচটি ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে যায় সেই সাথে সকেন চন্দ্রের ঘরে জমি কেনা নগদ প্রায় দুই লাখ টাকাসহ সব কিছু পুড়ে যায়।এতে পরিবারগুলো আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫