আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১১:৫৫ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ২১, ২০২৪, ৯:৪৭ পি.এম
আলোর মশালের নতুন কমিটিঃ সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক বাকের
নোয়াখালী হাতিয়া উপজেলার সামাজিক সংগঠন আলোর মশালের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোহেল রানাকে সভাপতি ও বাকের হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) আলোর মশালের সভাপতি গিয়াসউদ্দিন সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়। এর আগে উপজেলার সোনাদিয়া চৌরাস্তায় সংগঠনের বিশেষ সভায় সদস্যদের সম্মতিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে অন্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি রাজিব উদ্দিন, সহ-সভাপতি আমির হোসেন (সৈকত), আরিয়ান আহম্মেদ (ফরিদ) ও মো. শরিফ উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবু নাঈম সাইফুল ইসলাম, মাকছুদুর রহমান (জনি) ও আতিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রাকিব উদ্দিন। সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আসিফ রিয়াদ, ক্রীড়া সম্পাদক হুমায়ুন উদ্দিন, প্রচার সম্পাদক মিসকাত আল- মামুন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান আলী (রবিন), দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাকছুদুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক মিলাদ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহাদুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রায়হান ও মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা (নিশু) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্য নির্বাহী সদস্য হয়েছেন অমিত হাছান (সোহাগ) ও সিজিৎ চন্দ্র দাস।
প্রসঙ্গত, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের যাত্রা শুরু হয় ২০১০ সালের ২১ জানুয়ারি কিছু সমমনা তরুণদের উদ্যোগে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, ঈদ সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপণ, শীতবস্ত্র বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ইত্যাদি। আলোর মশালের প্রতিষ্ঠাকালীন কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করেছেন সাইফুল মাসুম ও সাধারণ সম্পাদক ছিলেন আব্দুর রহিম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha