গতকাল রবিবার (২১জানুয়ারি) সন্ধা রাতে প্রেস ক্লাব হলরুমে প্রায় তিন শতাধিক অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। পরে ভ্রাম্যমাণ ভাবে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে গিয়ে রাস্তায় থাকা মানসিক ভারসাম্য হীন ও ছিন্নমূল মানুষদের কম্বর বিতরণ করেন।
এসময় গোপালগঞ্জ প্রেস ক্লাব জিপিসি'র সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোজাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের প্রত্যশা পত্রিকার গোপালগঞ্জ ব্যুরো প্রধান মুন্সী সাদেকুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ, পাঠাগার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারী, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক শেখ মোস্তফা জামান, সকালের সময়ের প্রতিনিধি মাহামুদুর রহমান মাহামুদ, দৈনিক গ্ৰামের কাগজের প্রতিনিধি শৈলেন্দ্রনাথ মজুমদার, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ইমরুল কাঁদির সবুজ, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার আল ইমরান সুমন।
জনস্বার্থে মানবিক এই কর্মসূচি গ্ৰহন করে সঠিক ভাবে বাস্তবায়ন করায় অতিথিগণ গোপালগঞ্জ প্রেস ক্লাব জিপিসি'র সদস্যদের ব্যপক প্রশংসা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।