আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ২১, ২০২৪, ৯:৩৮ পি.এম
মুকসুদপুরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ৯ বছরের শিশুকে হত্যার অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে নন্দিনী বিশ্বাস (৯) নামে এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২১ জানুয়ারী) বেলা ১১টার সময় উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
শিশুর পিতা বিজন বিশ্বাস জানান, আমি আর আমার স্ত্রী সকাল ৬টার দিকে অন্যের জমিতে কাজ করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমার ছেলেও স্কুলে গেছে। আমার মেয়ে একলা বাড়িতে ছিলো। আমার ভাগ্নে কৃষ্ণ মন্ডল আমাকে বলে তোমার মেয়ে বৈজনের দোচালা ঘরে শুয়ে আছে।
খবর পেয়ে যেয়ে দেখি আমার মেয়ে ওখানে পড়ে আছে। পরে তাকে মুকসুদপুর হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। আমার মেয়ের গলায় একটি স্বর্ণের চেন ছিলো। তার গলায় ওই স্বর্ণের চেইন পাওয়া যায়নি। তার গলা থেকে চেইন নেয়ার জন্য আমার মেয়েকে হত্যা করেছে।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, নলডাঙ্গা গ্রামে নন্দিনী বিশ্বাস নামে এক শিশুকে হত্যা করা হয়েছে, তার গলায় সোনার চেইন ছিল বলে শিশুর স্বজনরা জানিয়েছেন। তার শরীরের বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পোষ্টমর্টেমের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর আসল কারন বলা যাচ্ছেনা। এই ঘটনায় থানায় এখনও কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha