চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপস্থ হাজত রওয়া, মুসকিল কোশা, অলিকুল শিরমণি, হযরত সোলতান গাউছে জামান, মাওলানা পীর বাবাজান ছৈয়দ গাউছুল আমিনুল হক হারবাংগিরী (ক.) শাহ’র বার্ষিক ওরশ আগামীকাল ২১ জানুয়ারি ২০২৪ ইংরেজী রোববার চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আয়োজিত দিন-রাত ব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে মাজার জেয়ারত, মিলাদ মাহফিল, জিকির, ছেমা মাহফিল, কাওয়ালী গান, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ।
অনুষ্ঠিতব্য ওরশে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পীরজাদা মাওলানা শাহ্ছুফি ছৈয়দ মোহাম্মদ মিঞা শাহ আল-হারবাংগিরী (ম.জি.আ.) বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫