রাজশাহীর বাঘায় মরদেহ দাফনের একদিন পর শনিবার(২০-০১-২০২৪) সকালে বাঁশঝাড়ে পাওয়া গেলো মরদেহ। মৃত নারীর নাম সুকোদা বেওয়া (৯০)। বৃহস্পতিবার দুপুরে তাকে দাফন করা হয়েছিল। সে আড়ানী চকরপাড়া গ্রামের মৃত ছলেমান হোসেনের স্ত্রী। তিন বছর আগে তার স্বামী মারা গেছে। ছেলেরাই তাকে দেখাশুনা করতেন। কাফনের কাপড় চুরি করতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৯-০১-২০২৪) দিবাগত রাতের কোন এক সময়ে কবর থেকে মৃত দেহ উত্তোলন করা হয়। উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া কবরস্থানে এই ঘটনা ঘটেছে।
সুকোদা বেওয়ার মেঝ ছেলে জমির উদ্দিন জানান, শনিবার ফজর নামাজ শেষে মায়ের কবরে গিয়ে দেখেন,কবরস্থান ঘেরাবাঁশের চেগার খোলা ও মাটি খোড়া। স্থানীয়দের নিয়ে কবর থেকে প্রায় ৩০০ মিটার উত্তর দিকে বাঁশের ঝাড়ের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সেখানে দেখেন, যে কাপড় দিয়ে কবরে দাফন করা হয়েছিল, শরীরে কাফনের সেই কাপড় নেই।
তার ভাষ্য, ৫ টুকরো কাফনের মধ্যে বড় দুই টুকরো চুরি করে নিয়ে গেছে। পরে বাজার থেকে কাফন কিনে ওই কবরে পুনরায় দাফন করা হয়েছে। কারা এ ধরনের কাজ করতে পারে তা নিয়ে এলাকায় চলছে বিস্তর আলোচনা সমালোচনা।
আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও চকরপাড়া গ্রামের লিটন হোসেন বলেন,বিষয়টি জানার পর, কবরস্থানে গিয়ে দেখেন লাশ উঠানো এবং তার দাফন করা পুরো কাপড় শরীরে ছিল না। এলাকার লোকজনের বরাদ দিয়ে তিনি জানান, কুসংস্কারপন্থী যাদুকরী কিংবা নেশা খোররা এ ধরনের কাজ করতে পারে বলে ধারনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha