রাজশাহীর বাঘার আড়ানী হাট-বাজারে মাংস ব্যবসায়ী খোকন হোসেন(৩২)’র ছুরিকাঘাতে মামুন হোসেন (৩০) নামে অপর মাংস ব্যবসায়ী নিহত হয়েছে । কম দামে মাংস বিক্রি করার দ্ব›েদ্ব মামুন হোসেনকে ছুরিকাঘাত করে খোকন হোসেন।
তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মামুন হোসেন। সে আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাট-বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, মাংস বিক্রেতা মামুন হোসেন ও একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেন পাশা পাশি গরুর মাংস বিক্রি করছিল। মামুন হোসেন প্রতি কেজি ৬৫০ টাকা দরে আর খোকন হোসেন প্রতি কেজি ৭০০ টাকা দরে মাংস বিক্রি করছিল। কম দামে মাংস বিক্রি করা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মামুন হোসেন। ঘটনার পর সটকে পড়েন খোকন।
বিষয়টি নিশ্চিত করে খোকনের সহযোগী আবদুস সালাম ও রফিকুল ইসলাম জানান, তারা পরস্পর মামাত-ফুফাত ভাই। দীর্ঘদিন এক সাথে মাংস বিক্রির ব্যবসা করতেন। কয়েকদিন আগে থেকে আলাদা হয়ে তারা ব্যবসা করছেন। মাংসের দাম কম-বেশী নিয়ে দুইজনের তর্ক-বির্তকের এক পর্যায়ে ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করেন খোকন ।
নিহতের ছোট ভাই মানিক হোসেন বলেন, ব্যবসা আলদা করার পর থেকে মামুনকে হুমকি দিচ্ছিল খোকন । তারই জের ধরে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার পর আতœগোপনে চলে যায় খোকন হোসেন। পরে মারা যাওয়ার কথা শুনেছি। অভিযোগ করলে মামলা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha