আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ১:২০ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ২০, ২০২৪, ৪:৪১ পি.এম
নড়াইলে পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আজ ২০ জানুয়ারি ২০২৪ সকাল ৮ টায় মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ কামাল মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ কামাল মোল্যা নড়াইল জেলার সদর থানার পাইকড়া গ্রামের মোঃ আমজেদ মোল্যার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ বলেন, নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha