আজকের তারিখ : জুলাই ১৯, ২০২৫, ১০:০৮ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ১৯, ২০২৪, ৮:৫৫ পি.এম
মাগুরায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা কাটাখাল বাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রশিক্ষণ কর্মশালা ও উন্নয়ন সভা এবং শাখা উদ্বোধন ২০২৪ অনুষ্ঠিত হয়। শুক্রবার ১৯ জানুয়ারি বেলা ৩ টার সময় মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের কাটাখাল বাজারের এই অনুষ্ঠান করা হয়।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা সদর থানা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম নান্নু ও সঞ্চালনায় মোঃ মিরাজ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মঘী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাচ্চু মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সিনিয়র জিএম ও সংগঠন প্রধান মোঃ জাহাঙ্গীর আলম, জি এম উন্নয়ন আনিসুর রহমান, মাগুরা জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মাহমুদ হাসান উজ্জ্বাল, মোঃ আসাদুজ্জামান, সাবেক মেম্বার জগদল ইউনিয়ন মোঃ শাহআলম।
অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সিনিয়র জিএম ও সংগঠন প্রধান ০৫ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, জেনিথ লাইফ ইন্স্যুরেন্স ১০০% অনলাইন কাজ করে যেগুলো রকেট, বিকাশ ও নগদ টাকা পরিশোধ করা যাবে।
তিনি আরও জানান, তার চাকরি জীবনে ২৯০০ জন মৃত ব্যক্তিকে বীমার ক্ষতিপূরণ দাবি দিয়েছেন। এছাড়াও আগামী ৩০ বছর জেনিথ ইসলামী লাইফের ফান্ডে কোম্পানির চলার মতো সমপরিমাণ টাকা আছে।
প্রধান অতিথি মেম্বার মোঃ বাচ্চু মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ইতিমধ্যে গত বছর ২০২৩ সালে প্রত্যেক সাবলম্বী জনগণকে বীমার জন্য তাগিদ দিয়েছেন। অনুষ্ঠান শেষে কাটাখাল বাজারে নতুন অফিস উদ্বোধন উপলক্ষে ছয়চার গ্রামের সাথী আক্তার নতুন বীমা গ্রাহক হওয়ায় অতিথি বৃন্দগণ বিশেষ পুরস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha