আজকের তারিখ : এপ্রিল ১০, ২০২৫, ৯:০৩ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ১৮, ২০২৪, ৫:৪৯ পি.এম
ভাষা সৈনিক রিজিয়া খাতুনের মৃত্যুবরণ

নড়াইলে ভাষা সৈনিক রিজিয়া খাতুন মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর মৃত্যুর বিষয়টি ছেলে রাসেল নিশ্চিত করেছেন।
ভাষা সৈনিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রিজিয়া খাতুন নড়াইল শহরের মহিষখোলা এলাকার মরহুম অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর পর রিজিয়া খাতুনের কফিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুস্পার্ঘ্য অর্পণ করেন। বাদ আসর জানাযা শেষে নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার নুর জালালের কন্যা রিজিয়া খাতুন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন অগ্রজ সৈনিক ছিলেন। তিনিসহ ১০-১৫ জন মিলে শহরের তৎকালীন কালিদাস ট্যাংক (বর্তমান টাউনক্লাব) এর পাশে প্রথম শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha