ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রলি চাপায় তুহিন মিয়া (১৫) এক নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন মিয়া উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চাহাঠি গ্রামের নুর ইসলাম মিয়ার ছোট ছেলে।
জানা যায়, নুর ইসলাম মিয়ার অভাবের সংসারে তুহিন এই বয়সে নেমে পড়েন ইট ভাঙানো ট্রলি চালানোর কাজে। শনিবার বিকেলে গোপালপুর বাজার থেকে ট্রলি নিয়ে বাড়ি ফেরার পথে কুচিয়াগ্রামের বুলির দোকানের কাছে পৌঁছালে ট্রলির চাকা পাংচার হয়ে গাড়িসহ খাদে পড়ে যায়। এলাকাবাসী তুহিনকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে মধ্যে তাঁর মৃত্যু হয়।
ওসি মো. সেলিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫