ফরিদপুরের সদরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীদের নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হল রুমে ২দিন ব্যাপি ব্যবসা পরিকল্পনা প্রনয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ মনমথ কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা ডাঃ এ কে এম আশজাদ ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মালেক সরকার প্রমুখ। বক্তারা এসময় খামরীদের দিকনির্দেশনামুলক প্রশিক্ষন প্রদান করেন।
কিভাবে তারা খামারে গরু ছাগল হাঁস মুরগী পালন করে সঠিকভাবে বাজারজাত করে ব্যবসায়ীকভাবে লাভবান হতে পারে সে পরামর্শ প্রদান করেন। কর্মশালায় ৩৯জন খামারীকে প্রশিক্ষন দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫